আমরা কি হার্ড ইমিউনিটি এর দিকে এগিয়ে যাচ্ছি ?

পুরো বিশ্বে কোভিড-১৯ এর প্রথম উৎপত্তি হয় উহান, চায়নাতে। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে এই ভাইরাস পুরো পৃথিবী ছড়িয়ে পড়ে। এরই প্রভাবে বাংলাদেশ ২০২০ সালের মার্চ মাসে লকডাউন দিতে বাধ্য হয়। যেহেতু এখন পর্যন্ত এই ভাইরাসের কোন টিকা অথবা ঔষধ আবিষ্কার হয়নি প্রশ্ন উঠতে পারে যে আমরা কি হার্ড ইমিউনিটি এর দিকে অগ্রসর হচ্ছি? এ প্রশ্নের উত্তর আইইডিসিআর (IEDCR) এবং আইসিডিডিআরবি (icddr’b) এর যৌথ গবেষণায় উঠে এসেছে। ঢাকার প্রায় ৪৫% মানুষের শরীরে কোভিড-১৯ এর এন্টিবডি পাওয়া গিয়েছে এবং বস্তি বা ঘন বসতি পূর্ণ এলাকার মানুষের প্রায় ৭০% এর শরীরে কোভিড-১৯ এর এন্টিবডি পাওয়া গিয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন প্রাকৃতিক হার্ড ইমিউনিটি এর বিপক্ষে কিন্তু জীবন এবং জীবিকার চাহিদায় বাংলাদেশে আস্তে আস্তে হার্ড ইমিউনিটি এর দিকে এগিয়ে চলছে।

 Ncds stats in bd