২০১৯ সালের ১৮ই নভেম্বরের পুরো বিশ্বে কোভিড-১৯ এর প্রথম প্রাদুর্ভাব ঘটে। এই এক বছরে প্রায় ১৩ লাখের অধিক মানুষের জীবন কেড়ে নিয়েছে এই ভাইরাস। যদিও এই প্রাণঘাতী ভাইরাস মোকাবেলার জন্য এখন পর্যন্ত কোন টিকা আবিষ্কার হয়নি কিন্তু পুরো বিশ্বে লাখ লাখ বিজ্ঞানী নিরলস চেষ্টা করে যাচ্ছে এর টিকা আবিষ্কারের জন্য। যতদিন পর্যন্ত টিকা আবিষ্কার না হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনভাবেই মাস্ক ছাড়া বাসার বাহিরে যাওয়া যাবে না, ঘন ঘন হাত সাবান দিয়ে ধুতে হবে এবং যত সম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে। কোভিড-১৯ এর বিপক্ষে সচেতন থাকাই আমাদের একমাত্র পন্থা।
